গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।
ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ আগাম সতর্ক রয়েছে, কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মাঠে তৎপর রয়েছে বলে জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে রাজধানীতে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। গুলশানে গ্রেপ্তার চাঁদাবাজদের বিষয়ে রিমান্ডের পাশাপাশি তদন্তও চলমান রয়েছে।