সুমন (20) নামে একটি ছেলে গুলিবিদ্ধ হয়।
সুমনের মা নিপা বিশ্বাস জানান, তার ছেলে একটি পানি কোম্পানিতে চাকরি করতেন। দুপুরে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ সদর থানার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষে পড়ে যায় সুমন। এ সময় হঠাৎ একটি গুলি তার কোমরে এবং আরেকটি গুলি হাতে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে সুমন বিশ্বাস নামে এক গুলিবিদ্ধ যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।