মাগুরা ঝিনাইদহ বিশ্বরোডের আলমখালী বাজার সংলগ্ন রামনগর(ভোমরাডাঙ্গা) এলাকায় ভ্যান এবং পরিবহন (রয়েল এক্সপ্রেস) এর মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক এবং ভ্যানের যাত্রী সহ তিনজন নিহত।
দূর্ঘটনাস্থল থেকে এই বাচ্চাটিকে পাওয়া গেছে। বাচ্চাটির বাবা মার সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ বাচ্চাটিকে চিনে থাকেন তাহলে রামনগর (ভোমরাডাঙ্গা) পশু ডাক্তার মিরাজুল ইসলমের বাড়িতে যোগাযোগ করেন। বাচ্চাটির মা সম্ভবত মারা গেছে।
বাচ্চাটির পরিবার খুজে পেতে সবাই সহযোগিতা করুন।