ডিএমপি, পল্লবী থানার জিডি নং-366, মামলার তারিখ-05/07/25ইং, বাদী- আতীরাম হোসেন।
বিগত তারিখে বাদি আতীরাম হোসেন ভুলক্রমে 49200 টাকা বৈডাঙ্গা, ঝিনাইদহ এ তানভীর এর একাউন্ট এ চলে আসে। বিষয়টি নিয়ে বগুরা সাইবার ক্রাইম থেকে যোগাযোগ করা হলে তানভীর উক্ত 49200 টাকা বাঙালীর কন্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ রুবুল ইসলামের নিকট হস্তান্তর করেন।
মোঃ রুবুল ইসলাম বিষয়টি তদন্ত সাপেক্ষে সাইবার ক্রাইম ইউনিট এর মোঃ ইব্রাহীম ইসলাম, মোবাঃ 01793-913383, বগুরা সাইবার ক্রাইম সেল, বগুরা এর নিকট ডাক ও পোস্ট এর মাধ্যমে উক্ত টাকাটি প্রেরণ করেন। যাহার MO Serial No: 077, Date: 13/07/25.
টাকাটি ফেরত প্রদান করায় চ্যানেল এর পক্ষ থেকে তানভীর কে শুভেচ্ছা জানানো হয়। এবং বগুরা সাইবার ইউনিট কে ঝিনাইদহে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন চ্যানেলটির সম্পাদক মোঃ রুবুল ইসলাম।