“বিয়া পড়াইলে দোকানের ভিতরে পড়াইতে বলেন”, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই তরুনী বিয়ের দাবীতে প্রেমিকের দোকানে অবস্থান নেয়।
ঘটনার স্থান ভোলা।
স্থানীয়রা সকলে বসে প্রমাণ সাপেক্ষে বিষয়টি সুরাহা করবার আশ্বাস দেন। জানা যায় ছেলেটির নাম সুমন, বিশ লক্ষ টাকা কাবিন দাবী করে কোর্টের মাধ্যমে বিয়ে পড়াবার দাবী করেন মেয়ের মা।